Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সরকারি শিশু পরিবার (বালিকা) চুয়াডাঙ্গার ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সরকারি শিশু পরিবার (বালিকা) চুয়াডাঙ্গাতে পিতৃহীন বা পিতৃমাতৃহীন এতিম বালিকা শিশুদের অত্যন্ত যত্নের সাথে লালন পালন করা হয়। এখানে ০৬ বছর থেকে ০৯ বছর বয়সী এতিম পিতৃমাতৃহীন বা পিতৃহীন বালিকা শিশু এবং ৬০ বছর বা তদূর্ধ প্রবীণ (সুস্থ ও চলাচলে সক্ষম) মহিলাদের আবাসিক থাকার ব্যবস্থা, ভরণপোষণ, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।


এক নজরে

০১।

প্রতিষ্ঠানের নাম

:

সরকারি শিশু পরিবার (বালিকা), চুয়াডাঙ্গা।

০২।

ঠিকানা/অবস্থান

:

(ক) গ্রামঃ চুয়াডাঙ্গা, মহল্লা-এতিমখানা পাড়া, রোডঃ এতিমখানা, মৌজা-চুয়াডাঙ্গা।

 

 

:

(খ) ডাকঘরঃ চুয়াডাঙ্গা।

 

 

:

(গ) উপজেলাঃ চুয়াডাঙ্গা।

 

 

:

(ঘ) জেলাঃ চুয়াডাঙ্গা।

০৩।

কোন সালে স্থাপিত

:

০১/০১/১৯৭৩ খ্রিঃ

০৪।

ভবন সংখ্যা ও বিবরণ

:

(ক) নিবাসীদের ডরমেটরী ভবনঃ ১টি, ৪ তলা বিশিষ্ট, কক্ষ সংখ্যা-৩২টি।

 

 

:

(খ) স্কুল কাম ট্রেনিং সেন্টারঃ ১টি, ১তলা বিশিষ্ট, কক্ষ সংখ্যা-৩টি।

 

 

 

(গ) অফিস ভবনঃ ১টি, ১ তলা বিশিষ্ট, কক্ষ সংখ্যা-২টি।

 

 

 

(ঘ) অফিসার্স কোয়াটারঃ ১টি, ১ তলা বিশিষ্ট, কক্ষ সংখ্যা-৫টি।

 

 

 

(ঙ) স্টাফ কোয়াটারঃ ১টি, দ্বিতল বিশিষ্ট, কক্ষ সংখ্যা-(৫+৫)=১০টি।

 

 

 

(চ) গাড রুম ১টি।

 

 

 

(ছ) পাম্প ঘর ১টি।

 

 

 

(জ) রান্নঘর ১টি।





০৫।

জমির পরিমাণ (সদন ক্যাম্পাস)

:

২.৬২ একর ও ক্যাম্পাস বহির্ভূত জমি ৫.২০ একর।

০৬।

মৌজার নাম

:

চুয়াডাঙ্গা।

০৭।

খতিয়ান নং

:

২৪

০৮।

দাগ নং

:

৯২০০

০৯।

কিভাবে মালিকানা অর্জিত হয়েছে

:

দান সূত্রে।

১০।

অনুমোদিত মোট নিবাসীর সংখ্যা

:

১০০ জন। (৯০ জন এতিম ও ১০ জন প্রবীণ সংরক্ষিত)

১১।

বর্তমান নিবাসীর সংখ্যা

:

৫৮ জন।

১২।

এ যাবৎ পুনবাসিতের সংখ্যা

:

৭২৬ জন।