Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সরকারি শিশু পরিবার (বালিকা) চুয়াডাঙ্গার ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম। সমাজকল্যাণ মন্ত্রণালয়াধীন সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সরকারি শিশু পরিবার (বালিকা) চুয়াডাঙ্গাতে পিতৃহীন বা পিতৃমাতৃহীন এতিম বালিকা শিশুদের অত্যন্ত যত্নের সাথে লালন পালন করা হয়। এখানে ০৬ বছর থেকে ০৯ বছর বয়সী এতিম পিতৃমাতৃহীন বা পিতৃহীন বালিকা শিশু এবং ৬০ বছর বা তদূর্ধ প্রবীণ (সুস্থ ও চলাচলে সক্ষম) মহিলাদের আবাসিক থাকার ব্যবস্থা, ভরণপোষণ, শিক্ষা ও প্রশিক্ষণ প্রদান করা হয়।


ভিশন ও মিশন

 রুপকল্প (Vision):

 

সামাজিক কল্যাণ, সুরক্ষা, ক্ষমতায়ন এবং উন্নয়নের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার সাধারণ জনগনের জীবনমান উন্নয়ন।

 

 

 অভিলক্ষ (Mission):

 

উপর্যুক্ত ও আয়ত্বাধীন সম্পদর ব্যবহার প্রাসঙ্গিক অংশীদারগণের সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে সুসংহত ও বিকাশমান সামাজিক সেবা প্রদানের মাধ্যমে চুয়াডাঙ্গা জেলার সাধারণ জনগণের জীবনমান উন্নয়ন এবং সামাজিক মঙ্গল সাধন।